Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের একমাত্র চিকিৎসা

এল এসডি রোগের চিকিৎসা এবং প্রতিরোধ

চিকিৎসা :
• যেহেতু ভাইরাস দ্বারা এ রোগ সৃষ্টি হয় কাজেই কোন এন্টিবায়োটিক এ রোগে কোন কাজ করে না, উপরন্তু এন্টিবায়োটিক এবং ব্যাথার ঔষধ ব্যবহারের ফলে প্রাণি দুর্বল হয়ে পড়ে।

১. প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য: ভাইরো-এম পাউডার ১০ গ্রাম+প্যারাসিটামল ট্যাবলেট- ১ টি এক পোয়া পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল দিনে ২ বার ৭ পরপর দিন খাওয়াবেন।

অথবা

প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য: প্যারাসিটামল ট্যাবলেট- ২টি, খাবার সোডা – ২০ গ্রাম, নিমপাতা বাটা-২০ গ্রাম,  গুড়-২৫ গ্রাম আধা লিটার পানিতে একত্রে মিশ্রিত করে সকাল বিকাল ১ পোয়া করে দিনে ২ বার ৭দিন খাওয়াবেন।

২. অটোহেমোথেরাপি-আক্রান্ত গরুর শিরা হতে ১০ মিলি রক্ত নিয়ে ৩ দিন পরপর ৭ দিন মাংসে ইঞ্জেকশন দিবেন।